ব্রেকিং নিউজ
মসজিদে তালা দিয়ে অগ্নিসংযোগ করে ১১ মুসল্লিকে হত্যা ক্যান্সার আক্রান্ত স্কুলছাত্রের চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন "সুন্দরবন নিউজ" ‘কেস খেলবা, আসো অভিনেত্রী নিপুণকে ডিপজল হাদিসের প্রভাষক শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ সুধা রানীর ইভটিজিংয়ের মিথ্যা অভিযোগ দেওয়ায় জাবি ছাত্রীকে অর্থদণ্ড এবং দুই ছাত্র বহিষ্কার খুলনা পাইকগাছায় ২১বছর পর ৫৫টি পরিবার পেল নতুন যাতায়াতের রাস্তা
×

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি
প্রকাশ : ১৭/৩/২০২৪, ৭:১৩:৪৫ PM

পঞ্চগড়ে জাতির পিতা বঙ্গবন্ধুর জম্মবার্ষিকী ও শিশু দিবস উদযাপন

বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, ডেকে আনব সবার ঘরে এই প্রতিপাদ্যকে সামনে রেখে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে পঞ্চগড়ে নানা কর্মসূচি পালিত হয়েছে।

বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, ডেকে আনব সবার ঘরে  এই প্রতিপাদ্যকে সামনে রেখে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে পঞ্চগড়ে  নানা কর্মসূচি পালিত হয়েছে। 

আজ রোববার (১৭ মার্চ) সকালে পঞ্চগড় সার্কিট হাউজ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুারালে পঞ্চগড় এক আসনের সংসদ সদস্য নাঈমুজ্জামান ভুইয়া মুক্তা, পঞ্চগড় দুই আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম সুজন, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রেজিয়া ইসলাম, সাবেক সংসদ সদস্য মজাহারুল হক প্রধান,জেলা প্রশাসক জহুরুল ইসলাম ও পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। 

পরে একে একে সর্বস্তরের মানুষ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।